বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে জাপনি পণ্যের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি।
জাপান থেকে আমদানিকৃত পণ্যের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণাকে একটি ‘জাতীয় সংকট’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।
তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক আরোপিত শুল্ক একটি ‘জাতীয় সঙ্কট’। কারণ, তিনি দেশের ওপর এর প্রভাব কমাতে আন্তঃদলীয় আলোচনা করার প্রস্তুতি নিচ্ছেন।
শিগেরু ইশিবা সংসদে বলেন, শুল্ক আরোপকে ‘একটি জাতীয় সংকট বলা যেতে পারে এবং সরকার সকল পক্ষের সাথে যথাসাধ্য চেষ্টা করছে।’
ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনার জন্য ‘ঠান্ডা মাথার’ দৃষ্টিভঙ্গির আহ্বান জানিয়ে, ইশিবা তার মন্ত্রীদের শুল্ক ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করার এবং দেশীয় শিল্পের জন্য ‘অর্থায়ন সহায়তা এবং কর্মসংস্থান রক্ষাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ।
উল্লেখ্য, ২ এপ্রিল শুল্ক ঘোষণা করে তিনি বছরের পর বছর ধরে অবিচারমূলক বাণিজ্য নীতিমালা হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প এটিকে শুল্ক ‘মুক্তি দিবস’ হিসেবেও ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/নাজিম