চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের ছুটিতে নানার বাড়ি বেড়াতে আসা দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে। গতকাল উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুখছড়ি শাইরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলো- আমিরাবাদের সুখছড়ি কামার দিঘিরপাড়ের নতুনপাড়ার পারভেজের মেয়ে তানজুম (৮) ও রাফি (৫)।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার ঈদের ছুটিতে মা তাসলিমা আক্তারের সঙ্গে সাইরাপাড়া নানার বাড়িতে বেড়াতে যায় দুই ভাই-বোন। গতকাল দুপুরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় শিশু তানজুম ও রাফি। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পানি থেকে তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখানকার চিকিৎসক কাউসার সোলতানা জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।