গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূর্বশক্রতার জেরে বান্ধাবাড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় থানায় নয়জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। আজিজুল শেখ নামে একজনকে আটক করেছে পুলিশ। কোটালীপাড়া থানার এসআই ও মামলা তদন্তকারী কর্মকর্তা উত্তম কুমার সেন বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলাসূত্রে জানা যায়, বান্ধাবাড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিকদারের সঙ্গে একই এলাকার লেবু শেখের বিরোধ চলছে।
বৃহস্পতিবার শহিদুল ইসলামসহ তিনজন মাগরিবের নামাজ শেষে হরিনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে লেবু শেখ লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ব্যাপারে জানতে লেবু শেখের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।