গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান জসিম ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের একোয়াস্টেটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রঞ্জু শহরের একোয়াস্টেটপাড়ার মৃত মন্টু মিয়ার ছেলে ও সাইদ মহুড়ীপাড়ার মতিন বিহারীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার। তিনি বলেন, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি তারা। আসামিদের গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও আগুনের ঘটনায় গত বছরের ২৬ আগস্ট বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় মামলা করেন বিএনপি নেতা আবদুল হাই সরকার।