ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে টিকে থাকার জন্য লড়াই করছে চেলসি। মৌসুমের শেষদিকে এসে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে ব্লুজরা। বৃহস্পতিবার টটেনহ্যামকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ দলের পক্ষে জয়সূচক গোলটি করেন। এ জয়ে ৩০ ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করে চার নম্বরে উঠে এসেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে চার নম্বর স্থানের জন্য লড়াই করছে ম্যানচেস্টার সিটি এবং নিউক্যাসলও। ম্যানসিটি ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে। ২৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে নিউক্যাসল। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের আগের ম্যাচে আর্সেনালের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। তবে এক ম্যাচ পরই জয়ে ফিরল দলটি। অবশ্য এখনো অনেক লড়াই বাকি চেলসির। সামনে লিভারপুল, ম্যানইউ, নটিংহ্যাম ফরেস্ট এবং নিউক্যাসলের মতো দলের মুখোমুখি হতে হবে ব্লুজদের। কঠিন লড়াই পাড়ি দিয়ে শীর্ষ চারে টিকে থাকতে পারবে কি চেলসি? এবার ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে একক দাবিদার লিভারপুল। ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট সংগ্রহ করেছে। দুইয়ে থাকা আর্সেনালের সংগ্রহ সমান ম্যাচে ৬১ পয়েন্ট। নটিংহ্যাম ফরেস্ট ৫৭ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। শীর্ষ চারে থাকতে পারলে সামনের মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ পাবে নটিংহ্যাম। ১৯৯৫-৯৬ মৌসুমের পরে আর ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় খেলতে পারেনি দলটি।
তিন দশক পর ইউরোপের এলিট টুর্নামেন্টে ফেরার সুযোগ অপেক্ষা করছে নটিংহ্যাম ফরেস্টের সামনে।