সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। গতকাল বাগেরহাটের পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই বন অফিস থেকে মধু আহরণের অনুমতিপত্র দেওয়া শুরু হয়। প্রতি বছর ১ এপ্রিল মধু আহরণ মৌসুম শুরু হলেও এ বছর ঈদুল ফিতরের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। চলবে ১৫ মে পর্যন্ত।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিস জানায়, এ বছর মৌয়াল ও নৌকা অনেক কম। প্রথম দিনে মধু আহরণের জন্য ১৮টি নৌকা পাস নিয়েছে। গত বছর প্রথম দিনে করা হয়েছিল ৩৩টি। এ কারণে মধু আহরণের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় রয়েছে বন বিভাগ। একই অবস্থা চাঁদপাই রেঞ্জেও। এ রেঞ্জেও প্রথম দিনে মধু আহরণের জন্য নয়টি নৌকা পাস নিয়েছে। মৌয়ালরা জানান, সুন্দরবনে নতুন করে বনদস্যুদের তৎপরতার ভয়ে এবার অনেকেই মধু আহরণে যাবেন না। অপহরণ হলেই ছাড়া পেতে ২-৩ লাখ টাকা দিতে হয়। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, ‘মৌয়ালদের নিরাপত্তায় সতর্কতা অবলম্বন করা হয়েছে।