রাস্তা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। গতকাল মানিকগঞ্জের সাটুরিয়ার গোলড়ার তারাসিমা গার্মেন্টসের সামনে মহাসড়কে এলাকাবাসী এ অবরোধ করেন। এ সময় রাস্তার দুই দিকে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। যাত্রী-চালকরা পড়েন দুর্ভোগে। অবরোধকারী মিজানুর রহমান বলেন, উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের পুরনো একটি রাস্তা বন্ধ করে দিয়েছে তারাসিমা অ্যাপরেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন নামে দুটি কোম্পানি। সে কারণে তাদের চলাচলে বেশ সমস্যা হচ্ছে। রাস্তাটি আবার চলাচলের জন্য খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করেন গোলড়া গ্রামের মানুষ।
এ বিষয়ে সাটুরিয়া থানার মো. শাহীনুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে গ্রামবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। সে কারণে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে বিকাল ৪টার দিকে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।