থিয়েটার কমপ্লেক্স বেইজিংয়ের ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস (এনসিপিএ ) ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ-বিদেশের লাখ লাখ শিল্প-সংস্কৃতিপ্রেমী পর্যটকের আগ্রহের কেন্দ্রে রয়েছে এই এনসিপিএ।
চীনের এই আধুনিক স্থাপত্যটির নকশা করেছেন বিশ্ববিখ্যাত ফরাসি স্থপতি পল আন্দ্রেই। ডিমাকৃতির এই ভবনটি দেখতে প্রতিদিনই দেশ-বিদেশের পর্যটকরা ভিড় করেন।
এনসিপিএতে প্রধানত তিনটি প্রধান পারফরম্যান্স হল রয়েছে; অপেরা হল, মিউজিক হল ও থিয়েটার হল। রয়েছে বেশ কয়েকটি রেস্তোরাঁ ও স্যুভেনির শপ রয়েছে।
দুই হাজার ২০৭টি আসনের অপেরা হলে প্রধানত অপেরা, নৃত্য, ব্যালে এবং বড় ধরনের পারফরম্যান্স হয়ে থাকে। আর থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাটক (আসন সংখ্যা এক হাজার ৩৬টি)।
মিউজিক হলে চলে নানা রকমের সংগীত অনুষ্ঠান। এখানে এক হাজার ৮৫৯টি আসন রয়েছে।
এক লাখ ৬৫ হাজার বর্গমিটার এলাকায় এনসিপিএ নির্মাণ করা হয়েছে। প্রধান ভবনের আয়তন এক লাখ ৫ হাজার বর্গ মিটার।
বিডি প্রতিদিন/নাজমুল