পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে কক্সবাজারের দ্বীপ কুতুবদিয়ার সমুদ্র সৈকত। ছবি তোলা, বালিয়াড়িতে হৈ-হুল্লোড়, আড্ডা, ফুটবল খেলা করে আনন্দে মেতেছেন পর্যটকরা। দ্বীপের ২২ কিলোমিটার লম্বা বিশাল সমুদ্র সৈকতে আনন্দ উৎসবে মেতে ওঠেন আগত হাজার হাজার পর্যটক ও দর্শনার্থীরা।
বৃহস্পতিবার ঈদুল ফিতরের টানা চতুর্থ দিনেও সকাল থেকে দর্শনার্থী ও পর্যটকদের আগমন ঘটতে থাকে। কেউ পিকআপ ভ্যান, আবার কেউ মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে সৈকতে আসতে থাকে।
এদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সৈকতের বিভিন্ন স্পটে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।
রাজধানীর বাসিন্দা ফরহাদ ইসলাম ও তানজিনা চৌধুরী জানান, কুতুবদিয়া বেড়াতে এসেছি। পরিবেশটা দারুণ লেগেছে। বিকেলেই আমরা চলে যাব।
চট্টগ্রামের বাসিন্দা পর্যটক বিভু চক্রবর্তী বলেন, চট্টগ্রাম জেলা সমিতির আয়োজনে কুতুবদিয়া বেড়াতে এসেছি। অনেক বন্ধুরা ঢাকা থেকে এসেছেন। আমরা তাদের নিয়ে অনেক আনন্দ করছি। সৈকতের প্রতিটা স্পটে আমরা যাচ্ছি। বন্ধুদের নিয়ে সৈকতে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা।
এদিকে, ঈদের পর থেকে সৈকতজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়। অন্যদিকে, দর্শনীয় স্থান বায়ুবিদ্যুৎ কেন্দ্র, বাতি ঘর, সিটিজেন পার্ক, কুতুব আউলিয়া মাজার, শাহ আব্দুল মালেক আল কুতুবী (র.) মাজার ও দরবার শরীফ, প্রাচীনতম কালামার মসজিদ ও ফকিরা মসজিদেও পর্যটকদের ভিড় দেখা গেছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় থানার টহল দল মাঠে রয়েছে ও বিভিন্ন স্পটে গ্রাম পুলিশ মোতায়েন রয়েছে। পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন এবং বাড়তি নজরদারি রয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত