কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির আলোকে মাস মুভমেন্টের আয়োজন করে কক্সবাজার জেলা ইসলামী ছাত্রশিবির। শুক্রবার মিছিলটি জুমার নামাজের পর শহরের বড় বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে ঝাউতলা গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
জেলা সভাপতি আব্দুর রহিম নূরীর সভাপতিত্বে ও রহিম উল্লাহ সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মীর মুহাম্মদ আবু তালহা।
বক্তারা ফিলিস্তিনের নিরপরাধ জনগণের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদ জানান। এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই গণহত্যা বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কক্সবাজারবাসীকে প্রতিবাদ অব্যাহত রাখার অনুরোধ করেন।
জেলা অর্থ সম্পাদক ডা. আজহার উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, পৌরসভা সভাপতি জহিরুল ইসলাম শরীফসহ বিপুুল সংখ্যক নেতা-কর্মীসহ সাধারণ জনতা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ