নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে গোপনে জ্বালানি তেলের ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়লেন দুবাইয়ের ভারতীয় ব্যবসায়ী জুগবিন্দর সিং ব্রার। তার মালিকানাধীন চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
মার্কিন অর্থ দফতরের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ সংক্রান্ত কেন্দ্র (ওএফএসি) জানিয়েছে, ভারতীয় নাগরিক ব্রার একাধিক শিপিং কোম্পানির মালিক। তার সবগুলো কোম্পানি মিলে প্রায় ৩০টি জাহাজ আছে। এর অনেকগুলোই ইরানের তেল পরিবহণের কাজে ব্যবহার করা হচ্ছিল! ব্রারের পাশাপাশি তার মালিকানাধীন যে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার মধ্যে রয়েছে- ভারতীয় কোম্পানি গ্লোবাল ট্যাঙ্কার্স এবং বিঅ্যান্ডপি সলিউশনস।
এছাড়া, ব্রারেরই মালিকানাধীন সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি প্রাইম ট্যাঙ্কার্স এবং গ্লোরি ইন্টারন্যাশনালও রয়েছে নিষেধাজ্ঞার তালিকায়।
প্রসঙ্গত, এর আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার অভিযোগেও একাধিক ভারতীয় নাগরিক এবং সংস্থার বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা জারি করেছে। গত বছর চাবাহার বন্দরের পরিচালনা নিয়ে নয়াদিল্লি-তেহরান চুক্তি স্বাক্ষরের পর ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এবার সরাসরি ভারতীয় সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিল ট্রাম্প সরকার। সূত্র: ব্লুমবার্গ, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ইকোনমিক টাইমস
বিডি প্রতিদিন/একেএ