নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০১৮ সালে র্যাবের কথিত ক্রসফায়ারে নিহত তরুণ দলের স্থানীয় সভাপতি আলমগীর বাদশার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে সোনারগাঁয়ের কাঁচপুর উত্তর পাড়া এলাকায় নিহত বাদশার নিজ বাড়িতে তার স্ত্রী’র হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি মুহাম্মদ টি এইচ তোফা। এতে আরও উপস্থিত ছিলেন তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের নেতা হানিফ হক, সোনারগাঁ তরুণ দলের সভাপতি আরিফ মোল্লা, সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ দলীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আবু বকর সিদ্দিক বলেন, “তারেক রহমানের নির্দেশনা স্পষ্ট—আওয়ামী লীগ সরকারের আমলে যারা রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন, তরুণ দল সবসময় তাদের পাশে থাকবে। একইসাথে যারা এই নিপীড়নে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
আলমগীর বাদশাকে ২০১৮ সালে সোনারগাঁয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের নির্দেশে র্যাব সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করে বলে পরিবারের দাবি। তার মৃত্যুর পর পরিবার দীর্ঘদিন ধরেই ন্যায়ের দাবি জানিয়ে আসছিল।
এই অনুদানকে তারা শুধু অর্থ সহায়তা নয়, বরং একটি প্রতিশ্রুতি হিসেবে দেখছেন—যেখানে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দলীয়ভাবে পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম