জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে ও আমাদের ভবিষ্যৎ বিক্রি না করার দাবিতে এবং নবায়নযোগ্য শক্তির জন্য বিনিয়োগ বাড়ানোর আহবান জানিয়ে পটুয়াখালীতে জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় “ফ্রাইডেস ফর ফিউচার” আয়োজনে স্থানীয় ১৫ টি সংগঠন এর সহযোগিতায় পৌর শহরের ঝাউতলায় এই জলবায়ু ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শান্তিপূর্ণ ধর্মঘটে যুবকরা ধর্মঘট কর্মসূচি থেকে জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের কাছে তাদের দাবি তুলে ধরেন।
ধর্মঘটে সংগ্রহ করা সংগঠকরা বলেন, উন্নত দেশগুলো উন্নত জীবনযাপন নিশ্চিত করতে গিয়ে দিনের পর দিন পরিবেশের যে ক্ষতি করছে বা করে যাচ্ছে সে প্রতিশোধই প্রকৃতি নিচ্ছে আমাদের উপর। কিন্তু প্রায়শ্চিত্তে শুরুটা হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলোকে দিয়ে। আমরা এই ক্লাইমেট স্ট্রাইক এর মাধ্যমে বিশ্ব নেতাদের জোর দাবি জানাই যে আমরা ভিকটিম হলেও আমরা তো অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নির্গমন করি না। তো আমাদের যে ন্যায্য পাওনা ন্যায্য হিস্যা, সে হিস্যা যেন আমাদের প্রদান করে।
এই জলবায়ু ধর্মঘটে ছিলেন, লাল সবুজ সোসাইটি, পটুয়াখালীবাসী, তারুণ্যে আউলিয়াপুর, ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন, ভলান্টিয়ার পটুয়াখালী, বিডি ক্লিন, ইয়ুথ পাওয়ার পটুয়াখালী, অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী, দক্ষিণ বাংলা সমাজ কল্যাণ সংস্থা, তরঙ্গ, ইয়ুথ ফর পলিসি, সংগঠনের সদস্যবৃন্দসহ স্থানীয় অন্যান্য সংগঠন এই ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করে।
বিডি প্রতিদিন/এএ