রাঙামাটির সাজেকে ভ্রমণের উপর নিরুৎসাহিতকরণ আদেশ দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসক জোবাইদা আক্তার। মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল বুধবার থেকে এ নিরুৎসাহিতকরণ আদেশ কার্যকর হবে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২ ডিসেম্বর পার্বত্য চুক্তির ২৭ বছর পূর্তির পর পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের মধ্যে সংঘাত শুরু হয়। এরই মধ্যে বাঘাইছড়ি উপজেলার বিভিন্নস্থানে উভয়পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনাও ঘটে।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয় প্রশাসনের মধ্যেও। তাই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তার জন্য রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ ভ্রমণ নিরুৎসাহিতকরণ আদেশ দেওয়া হয়।
একই সাথে সাজেকে অবস্থানরত পর্যটকদের ৪ ডিসেম্বর অর্থাৎ বুধবারের মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অবস্থানরত পর্যটকদের যৌথবাহিনীর নিরাপত্তায় সাজেক থেকে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ারও নিশ্চয়তা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই