চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। ফলে অদূর ভবিষ্যতে নীতি সুদহার অপরিবর্তিত রাখার সম্ভাবনা রয়েছে। এতে ব্যাংক ঋণের সুদহারও আপাতত কমছে না। মুদ্রানীতিতে কোনো সুখবর পাচ্ছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ আরও ছয় মাসের জন্য কঠোর মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, মূল্যস্ফীতির হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনার পর নীতি সুদহার কমানোর বিষয়টি বিবেচনা করবেন তারা। বর্তমানে মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৮৯ শতাংশ। কর্মকর্তারা আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আসন্ন মুদ্রানীতি প্রস্তুত করতে মূল মূল্যস্ফীতি মোকাবিলার ওপরও জোর দিচ্ছে। বর্তমানে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) থেকে খাদ্য ও জ্বালানি উপাদান বাদ দিয়ে মূল মূল্যস্ফীতি পরিমাপ করা হচ্ছে। গত কয়েক বছরে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহতকারী উচ্চ মূল্যস্ফীতির চাপের পরিপ্রেক্ষিতে সর্বশেষ এ পদক্ষেপ নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রানীতিতে যুক্ত করার জন্য গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশীজনদের মতামত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অংশীজনদের মতামত নেওয়ার পর সরকারের নীতির সঙ্গে মিল রেখে নিজেরাই মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে চেয়ারম্যান করে মুদ্রানীতি প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ছাড়াও অর্থনীতিবিদ, শিক্ষক ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি রয়েছেন। অংশীজনদের মতামত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে। মুদ্রানীতি খসড়া অনুমোদন এবং ঘোষণার সময় নির্ধারণ করা হবে আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায়। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি অর্থনীতির ওপর মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাজস্ব, মুদ্রা, বিপণন এবং বিনিময় হার নীতিগুলোর তুলনা করে একটি সমন্বিত পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন। বাজারে পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য সরবরাহ শৃঙ্খলকে প্রতিযোগিতামূলক করার পরামর্শও দিয়েছেন। সার্বিক বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আসন্ন মুদ্রানীতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হারের স্থিতিশীলতা অর্জন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাকে মুদ্রানীতির বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। তিনি আরও বলেন, বর্তমানে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি খুবই সতর্ক এবং বাস্তবমুখী হবে বলে আশা করা হচ্ছে।
শিরোনাম
- রাজশাহীতে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০
- ফ্যাসিষ্টের দোসর ও নব্য বিএনপি থেকে সাবধান : মজনু
- ঈদের লম্বা ছুটিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনারের স্তূপ
- হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা
- গলাচিপায় শুভসংঘের উদ্যোগে জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ বিষয়ক সচেতনামূলক সভা
- নিখোঁজ সেই গৃহবধূ পরকীয়া প্রেমিকসহ উদ্ধার
- বাউবিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
- কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
- গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
- ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীদের প্রতিবাদ
- জাজিরার সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক এমপি লালু
- জয়পুরহাটে তুচ্ছ ঘটনায় হোটেল শ্রমিক নিহত, আটক ১
- বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক
- ট্রাম্পের শুল্ক আরোপ : ৪৮ ঘণ্টার মধ্যে দুই চিঠি যাবে যুক্তরাষ্ট্রে
- গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ
- পিএসএলের ধারাভাষ্য প্যানেলে আতাহার আলী
- টাউনসভিলে বাংলাদেশি কমিউনিটির প্রাণবন্ত মিলনমেলা
- ঈদের পর প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বেড়েছে লেনদেন