সিরাজগঞ্জে শহরের বাহিরগোলা এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে। রবিবার বিকেলে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটকের পর সদর থানায় হস্তান্তর করেছে।
গত তিন দিন ধরে শহরের বাহিরগোলায় বিভিন্ন গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ চলছিল। দুই তিনটি গ্রুপের মধ্যে অতর্কিত ঢিল ছোড়াছুড়ি এবং ইট পাটকেল নিক্ষেপে সাধারণ ছাত্র-ছাত্রী ও বৃদ্ধ মানুষসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বিকেলে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তাওহীরের নেতৃত্বে পুলিশ, র্যাবের যৌথ মোবাইল কোর্ট ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় চারজনকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিরাজগঞ্জ আর্মির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, সিরাজগঞ্জের যে কোন এলাকায় বিশৃঙ্খল ঘটনা সেনাবাহিনী নজরদারিতে রাখবে এবং এদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল