আগামীকাল সোমবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের এক কর্মকর্তা ও নেতানিয়াহুর দফতর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যশ দ্য গার্ডিয়ান, বার্তা সংস্থা এপি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমগুলো জানায়, বৈঠকে আলোচনার বিষয় হিসেবে থাকছে ট্রাম্পের হঠাৎ করে ইসরায়েলি পণ্যের ওপর ১৭% শুল্ক আরোপ, গাজা পরিস্থিতি, ইরান ইস্যু এবং অস্ত্র সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে।
নেতানিয়াহুর জেরুজালেম কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “শুল্ক, গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা, ইসরায়েল-তুরস্ক সম্পর্ক, ইরানি হুমকি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে লড়াই” নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন তিনি।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি হবে তাদের দ্বিতীয় মুখোমুখি বৈঠক। এ বৈঠক এমন এক সময় হতে যাচ্ছে, যখন ইসরায়েল গাজায় নতুন একটি নিরাপত্তা করিডোরে সৈন্য মোতায়েন করেছে, যা হামাসকে চাপে রাখতে একটি কৌশল বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইসরায়েল গাজার বিশাল অংশ দখল করে সেগুলোকে 'নিরাপত্তা অঞ্চল'-এ পরিণত করবে।
গত মাসে, হামাসকে নতুন যুদ্ধবিরতি চুক্তি গ্রহণে বাধ্য করতে ইসরায়েল গাজায় আকস্মিক বিমান হামলা চালায়, যা যুদ্ধবিরতির শর্ত ভেঙে দেয়। এই পদক্ষেপে হোয়াইট হাউস সমর্থন জানায়। এরপর থেকে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েল ঘোষণা দিয়েছে, তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না হামাস ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অপহরণ করা সব বন্দিকে ফিরিয়ে দেয়, অস্ত্র সমর্পণ করে এবং অঞ্চলটি ছেড়ে যায়। বর্তমানে গাজায় খাদ্য, জ্বালানি ও মানবিক সাহায্য প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, এপি, আল-জাজিরা
বিডি প্রতিদিন/নাজিম