করোনাভাইরাসের পর থেকেই চলছে বিশ্বমন্দা। রুশ-ইউক্রেন যুদ্ধ ও গাজায় ইসরায়েলি হামলা সে মন্দা আরও অসহনীয় করে তুলেছে। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে লাখ লাখ মানুষের রাজপথে নেমে আসার পেছনে অন্য সবকিছুর পাশাপাশি অর্থনৈতিক দুর্ভোগ অন্যতম কারণ হিসেবে কাজ করেছে। গণ অভ্যুত্থান এবং পরবর্তী অস্থিতিশীল ঘটনাবলি দেশের অর্থনীতির জন্য নানামুখী সংকট ডেকে এনেছে। দেশবাসীর সমর্থনধন্য অন্তর্বর্তী সরকারের জন্য দেশে যথা দ্রুত নির্বাচনের আয়োজন করার পাশাপাশি রাষ্ট্র কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার আনা এবং অর্থনীতিকে জোরদার ভিত্তির ওপর দাঁড় করানো কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, গত ছয় মাসে এসব ক্ষেত্রে সরকার কতটা এগোতে পেরেছে, তা প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে উঠেছে। আওয়ামী লীগের পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনে গণতন্ত্রের প্রতি শাসক চক্র ভ্রƒকুটি দেখালেও উন্নয়নের চমক দেখিয়ে দেশবাসীকে সম্মোহিত রাখার কৃতিত্ব দেখিয়েছে। কিন্তু গত ছয় মাসে উন্নয়ন কার্যক্রমে গতি না থাকলেও ঢালাওভাবে বাড়ছে অনুন্নয়ন ব্যয়। চলতি অর্থবছরের প্রথম চার মাস, অর্থাৎ জুলাই থেকে অক্টোবর চার মাসে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৩০ হাজার কোটি টাকা বেশি খরচ হয়েছে। বিশেষজ্ঞরা এই ব্যয়কে সরকারের আর্থিক বিশৃঙ্খলার উদাহরণ হিসেবে উল্লেখ করে বলছেন, ব্যয়ের ক্ষেত্রে সতর্ক না হলে সামনের দিনগুলোতে সমস্যা আরও বাড়বে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্প্রতি প্রকাশিত বাংলাদেশের অর্থনীতিবিষয়ক পর্যালোচনায় উঠে এসেছে সরকারের বাজেট বিশৃঙ্খলার বিষয়টি। অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংস্থাটি বলেছে, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে অনুন্নয়ন বাজেটের ব্যবহার ২৪ শতাংশে পৌঁছেছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে অনুন্নয়ন বাজেটের ব্যবহার ছিল ১৯ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে জুলাই-অক্টোবর সময়কালে উন্নয়ন বাজেটে বরাদ্দ অর্থের মাত্র ৬ দশমিক ১ শতাংশ ব্যয় হয়েছে, গত অর্থবছরের একই সময়ে এডিপি ব্যয় ছিল ৮ দশমিক ৯ শতাংশ। সোজা কথায় অর্থ সাশ্রয়ের নামে উন্নয়ন ব্যয় কমানো হলেও অনুন্নয়ন খাতে ব্যয় বেড়েছে। বাজেটে রাশি রাশি টাকা খরচ করা হয় প্রজাতন্ত্রের কর্মচারী পোষার জন্য। একমাত্র উন্নয়ন কর্মকাণ্ডের কিছুটা সুফল জনগণ পায়। সেখানে ঘাটতি রেখে অনুন্নয়ন খাতে ব্যয় বৃদ্ধি দেশবাসীর জন্য কোনো সুখবর নয়। প্রত্যাশিত নয় এমন বিচ্যুতি।
শিরোনাম
- ফ্যাসিষ্টের দোসর ও নব্য বিএনপি থেকে সাবধান : মজনু
- ঈদের লম্বা ছুটিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনারের স্তূপ
- হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা
- গলাচিপায় শুভসংঘের উদ্যোগে জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ বিষয়ক সচেতনামূলক সভা
- নিখোঁজ সেই গৃহবধূ পরকীয়া প্রেমিকসহ উদ্ধার
- বাউবিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
- কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
- গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক
- ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীদের প্রতিবাদ
- জাজিরার সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক এমপি লালু
- জয়পুরহাটে তুচ্ছ ঘটনায় হোটেল শ্রমিক নিহত, আটক ১
- বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক
- ট্রাম্পের শুল্ক আরোপ : ৪৮ ঘণ্টার মধ্যে দুই চিঠি যাবে যুক্তরাষ্ট্রে
- গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ
- পিএসএলের ধারাভাষ্য প্যানেলে আতাহার আলী
- টাউনসভিলে বাংলাদেশি কমিউনিটির প্রাণবন্ত মিলনমেলা
- ঈদের পর প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- আওয়ামী রাজনীতি ও ভারতের দাদাগিরি চলবে না : জাগপা