যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ইউরোপ এবং উত্তর আমেরিকার মধ্যে একটি সম্পূর্ণ শুল্কমুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের আহ্বান জানিয়েছেন। ইতালির ডানপন্থী লিগ পার্টির একটি কংগ্রেসে ভিডিও বার্তায় মাস্ক এ প্রস্তাব দেন।
মাস্ক বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্র—উভয়েরই উচিত শুল্কহীন বাণিজ্যে একমত হওয়া। এতে এক ধরনের মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি হবে।
এই বক্তব্য এমন সময় আসলো যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি বাণিজ্য অংশীদারের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এতে ইতালিও অন্তর্ভুক্ত, যার যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।
মাস্ক বলেন, ইউরোপ ও আমেরিকার মধ্যে মানবসম্পদের চলাচলেও আরও স্বাধীনতা থাকা উচিত। তার ভাষায়, ‘যদি কেউ ইউরোপে কাজ করতে চান বা আমেরিকায় যেতে চান, তাহলে সেটা বাধাহীন হওয়া উচিত। আমি প্রেসিডেন্টকেও এ পরামর্শ দিয়েছি।’
ডানপন্থী রাজনীতিতে আগ্রহী মাস্ক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং লিগ পার্টির নেতা মাত্তেও সালভিনির ঘনিষ্ঠ। মাস্কের এই বক্তব্য লিগ পার্টির অভিবাসন ও করনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আগে ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা না বাড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে মত দেন এবং প্রতিশোধমূলক শুল্ক আরোপ না করার আহ্বান জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল