তুরস্কে আগামী নভেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। দলের নেতা ওজগুর ওজেল রবিবার এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানান।
বিক্ষোভটি আয়োজিত হয় সিএইচপির প্রেসিডেন্ট প্রার্থী এবং ইস্তাম্বুলের গ্রেফতারকৃত মেয়র একরেম ইমামোগলুর মুক্তির দাবিতে।
ওজেল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে উদ্দেশ্য করে বলেন, ‘আগামী নভেম্বরের মধ্যেই আপনি আমাদের প্রার্থীর মুখোমুখি হবেন। তাকে মুক্তি দিন এবং জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করুন।’
বার্তা সংস্থা এএফপি জানায়, আগামী ২০২৮ সালে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও বিরোধী দল চায় তা আগেই অনুষ্ঠিত হোক। এরইমধ্যে তারা ইমামোগলুকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
গত ১৯ মার্চ দুর্নীতির অভিযোগে একরেম ইমামোগলুর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তুর্কি কর্তৃপক্ষ। এরপর থেকেই ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভ দমনে সরকার এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষকে আটক করেছে, যাদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, সাংবাদিক ও তরুণরা।
বিডি প্রতিদিন/নাজিম