যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক উপ-বিশেষ দূত মরগান ওর্টাগাস হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়ে লেবাননের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার বৈরুতে দেশটির রাষ্ট্রপ্রধানের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
লেবাননের এক সরকারি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, হিজবুল্লাহর সামরিক শক্তি ভাঙতে লেবানন সেনাবাহিনীর কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন ওর্টাগাস। যদিও নিরস্ত্রীকরণের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, রবিবার ওর্টাগাস দেশটির অর্থমন্ত্রী ইয়াসিন জাবের, অর্থনীতি মন্ত্রী আমের বিসাত এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর করিম সৌয়েদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হিজবুল্লাহর অস্ত্র সরবরাহ বন্ধে ইরান থেকে লেবাননে আসা ফ্লাইট নজরদারিতে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সতর্কতার পর ফেব্রুয়ারি থেকে ইরান-লেবানন বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
এদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, ওর্টাগাসের সঙ্গে বৈঠকে দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি ও অর্থনৈতিক সংস্কার নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।
গত ২৭ নভেম্বর জাতিসংঘের একটি প্রস্তাবে বলা হয়, দক্ষিণ লেবাননে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীরা অস্ত্র ধারণ করতে পারবে। বাকি সব বেসরকারি সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার আহ্বান জানানো হয়েছে।
যুদ্ধবিরতি চলমান থাকলেও ইসরায়েলের ধারাবাহিক হামলার মধ্যেই ওর্টাগাস দ্বিতীয়বারের মতো লেবানন সফর করলেন। যদিও তিনি এ সফরে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।
বিডি প্রতিদিন/নাজিম