গাজায় গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের জনতা। মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠেছে জেলা শহর।
আজ সোমবার দুপুরে শহরের ট্র্যাফিক পয়েন্টে এ বিক্ষোভের আয়োজন করে ইমাম মুয়াজ্জিন পরিষদ। এতে হাজার হাজার প্রতিবাদী মানুষ ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানায়। এছাড়া ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন।
এর আগে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে ট্র্যাফিক পয়েন্টে সমবেত হন। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গাজায় যেভাবে ইসরায়েল মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে। নির্বিচারে মানুষ হত্যা করছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি। ইসরায়েলকে এই গণহত্যার জন্য চরম মূল্য দিতে হবে। এ সময় বক্তারা ফিলিস্তিনের পাশে বিশ্বের বিবেকবান মানুষকে দাঁড়ানোর আহ্বান জানান।
বিডি প্রতিদিন/মুসা