ঈদুল ফিতর দোরগোড়ায়। এর কয়েক দিন পরই পয়লা বৈশাখ। ঈদ ও বৈশাখী অনুষ্ঠানে নারীর অন্যতম আকর্ষণ হাতে বোনা নকশি জামদানি শাড়ি। এই দুটি উৎসব সামনে রেখে বাড়তি আয়-রোজগারের আশায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়ার জামদানি পল্লি ও আশপাশের কয়েক গ্রামের তাঁতিরা। প্রতিদিন কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন তারা। জামদানিশিল্প এগিয়ে নিতে বিংশ শতাব্দীর শুরুতে রূপগঞ্জের তারাব পৌরসভার নোয়াপাড়ায় ২০ একর জমির ওপর গড়ে তোলা হয় বিসিক জামদানি শিল্পনগরী। পুরো শিল্পনগরীতে ৪০৭টি প্লট আছে। প্রতি প্লটে তাঁত আছে কমপক্ষে ৪-৫টি। প্রায় দেড় হাজার তাঁতি নিয়মিত জামদানি শাড়ি তৈরি করেন। চিকন সুতোয় নিপুণ হাতে নজরকাড়া নকশির কারণে বিভিন্ন উৎসবে নারীদের অন্যতম আকর্ষণ জামদানি। শাড়ির পাশাপাশি থ্রিপিস ও পাঞ্জাবি পিসও তৈরি হয় জামদানি তাঁতে। একটি শাড়ি তৈরিতে সাধারণত এক সপ্তাহ সময় লাগে। কোনো কোনো শাড়ি বানাতে লেগে যায় পনেরো দিন, এক মাস, দুই মাস এমনকি ছয় মাসও। মানভেদে একেকটি শাড়ির মূল্য ৫ হাজার থেকে শুরু করে এক-দেড় লাখ টাকা হয়ে থাকে। জামদানিপল্লির কারিগর আলমগীর হোসেন বলেন, ‘ঈদে পরিবারের লোকজনের জন্য কেনাকাটা করতে হয়। বাড়তি রোজগারের আশায় আমরা এখন ব্যস্ত সময় পার করছি।’ মৈকুলী এলাকার জামদানি তাঁতি মোশারফ হোসেন বলেন, ‘সারা বছর জামদানি শাড়ি বিক্রি করে সংসার চালাই। ছেলেমেয়ের লেখাপাড়া ও সাংসারিক খরচ মেটাতে বাড়তি রোজগারের আশায় ঈদ ও বিভিন্ন উৎসবে বেশি সময় দিয়ে শাড়ি তৈরি করি।’ ময়মনসিংহ থেকে শাড়ি কিনতে আসা নাছরিন সুলতানা জানান, তাঁতিদের কাছ থেকে সরাসরি কিনলে টাটকা জামদানি পাওয়া যায়, দামও কম পড়ে। জামদানিপল্লির ব্যবসায়ী মতিন মিয়া বলেন, ‘ঈদ সামনে রেখে তাঁতিদের পাশাপাশি আমরাও ব্যস্ত সময় পার করছি। হাজার হাজার জামদানি ক্রেতা সুলভমূল্যে কাপড় কিনে নিচ্ছেন। এতে ক্রেতারা টাটকা শাড়ি পাচ্ছেন ও তারাও লাভবান হচ্ছেন।’
শিরোনাম
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ঈদের পঞ্চম দিনেও ‘দাগি’-‘জংলি’র দাপট অব্যাহত, আয় কত?
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
- ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অকুণ্ঠ সমর্থন
- থানা থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না তরুণের
- পদ্মা নদীতে বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
- অতিরিক্ত গরম ও হিটস্ট্রোক
- সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, আতঙ্কে ইউক্রেনীয়রা
- বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে ভারতকে সামনে এগোতে হবে : এ্যানি
জামদানি পল্লিতে ঈদের ব্যস্ততা
জাহাঙ্গীর আলম হানিফ, রূপগঞ্জ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর