যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীরা পাস করে চাকরির জন্য নেতাদের পেছনে ঘুরতে হবে না। লেখাপড়া শেষ করলেই যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
শনিবার সকালে সাতক্ষীরার কালিগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ঈদ পরবর্তী সাধারণ মানুষের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আমিনুর রহমান আমিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছিলেন শিক্ষিত ছেলে-মেয়েদের দিয়ে দেশ পরিচালনা করতে। যার ফলশ্রুতিতে বিভিন্ন উদ্যোগও নিয়েছিলেন তিনি। বিএনপি আগামী দিনে ক্ষমতায় এলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে শিক্ষাখাতে। বিএনপি এই ভেঙে পড়া শিক্ষাখাতকে এগিয়ে নিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান রোকন ও সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক মো. মুরশীদ আলী, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. আ. সালাম ও আমজাদ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এমআই