পাকিস্তানের সেনাবাহিনী গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে এক সভায় ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থনের উপর জোর দিয়েছেন। খবর আরব নিউজের।
পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, গতকাল শুক্রবার দেশটির রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার্সে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই পাকিস্তানি সেনা কমান্ডাররা ফিলিস্তিনি জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন। এসময় ফিলিস্তিনের প্রতি 'সম্পূর্ণ সংহতি' প্রকাশ করেন পাকিস্তানের সেনা কমান্ডাররা- একইসঙ্গে ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীরি অব্যাহত বর্বর 'যুদ্ধাপরাধের' নিন্দা করেন।
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৮৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ২৮৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫০ হাজার ৬০৯ জন এবং ১ লাখ ১৫ হাজার ৬৩ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
বিডি-প্রতিদিন/শআ