বগুড়ায় ট্রাকচাপায় তিন বন্ধু এবং চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেছে ভাই-বোনসহ তিনজনের। ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক গৃহবধূ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া : শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। উপজেলার শেরুয়া বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম হোসেন (২১), সিদ্দিক হোসেনের ছেলে সেলিম রেজা (২২) ও লিটন মিয়ার ছেলে রিফাত রহমান (২১)। স্বজনরা জানান, বুধবার বিকালে কয়েরখালী বাজার থেকে মোটরসাইকেলে শেরপুর শহরে আসেন তিন বন্ধু। ইফতারের আগে দ্রুতগতিতে বাড়ির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। তখনই পেছন থেকে আসা একটি ট্রাকর চাপা দেয় তাদের। ঘটনাস্থলেই নাঈম মারা যান। বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় সেলিম রেজা ও রিফাত রহমানের। হাইওয়ে পুলিশ জানায়, ট্রাকটি শনাক্ত করাসহ চালক-হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রাম : দোহাজারীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় পেছন থেকে ধাক্কা দেয় পূরবী পরিবহনের একটি বাস। এতে অটোরিকশা আরোহী ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সকালে কোচিংয়ে যাওয়ার পথে দোহাজারী সদর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওয়াকার উদ্দীন আদিল (১২), তার বোন উম্মে হাবিবা রিজভী (১৫) ও অটোরিকশাচালক রুহুল আমিন (৪৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)। নিহত ভাই-বোন চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিজুরি এলাকার জসিম উদ্দিনের সন্তান।
ভালুকা : ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সড়ক দুর্ঘটনায় সেলিনা আক্তার পিয়া (২৪) নামে এক মোটরসাইকেল যাত্রী নিহত হয়েছেন। পিয়া ত্রিশাল উপজেলার সানকিভাঙ্গা এলাকার নোমান মিয়ার স্ত্রী। এ সময় মোটরসাইকেল চালক তার স্বামী নোমান মিয়া (২৫) গুরুতর আহত হয়। তিনি ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।