শরীয়তপুরের জাজিরা থানার বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হাত বোমা বিস্ফোরণে আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- কামাল খাঁ (২০), স্থানীয় কুদ্দুস ব্যাপারী হাই স্কুলের ছাত্র নাঈম (২০), বিজয় সরদার (১৯) এবং নড়িয়া সরকারি কলেজের ছাত্র সজীব (২২)।
শনিবার (৫ এপ্রিল) সকাল আটটার দিকে সংঘর্ষের ওই ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে আহত অবস্থায় তাদেরকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দুপুরের দিকে শরীয়তপুর থেকে আহত অবস্থায় ওই চার যুবককে ঢামেক হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন