নওগাঁ শহরকে দুই ভাগ করেছে ছোট যমুনা নদী। বর্তমানে এর অবস্থা শোচনীয়। নদীর উভয় ধারে প্রভাবশালীরা দখল করে বানিয়েছেন বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। স্থানীয়রা ফেলছেন ময়লা-আবর্জনা। যত্রতত্র কলকারখানা গড়ে ওঠায় এসবের ছাই ও বর্জ্য ফেলায় পানি দূষিত ও রং কালো হয়েছে। তলদেশ ভরাট হয়ে গেছে। দখল-দূষণে নদীটি এখন সরু খালে পরিণত হয়েছে। নষ্ট হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে রোগ। বয়োজ্যেষ্ঠরা জানান, ছোট যমুনা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নওগাঁ শহরসহ অনেক জনপদ ও হাটবাজার। নদীতে একসময় অসংখ্য পালতোলা নৌকা চলত। বর্ষাকালে পানির প্রবাহ থাকলেও শুকনো মৌসুমে প্রতি বছর শুকিয়ে যায়। নদীটি নওগাঁ শহরকে দুই ভাগ করেছে। দিনাজপুরের ইছামতী নদী পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নে ছোট যমুনা নাম ধারণ করে নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের শুঁটকিগাছা নামক স্থানে আত্রাই নদীতে পতিত হয়েছে। ছোট যমুনার দুই পাশে অপরিকল্পিতভাবে যত্রতত্র চালকল গড়ে ওঠায় এসবের ছাই ও বর্জ্য নদীতে মিশে এর পানি ব্যবহারে অযোগ্য হয়ে পড়েছে। পানির রং কালো হয়েছে। বয়লারের ছাই ফেলে নদীর তলদেশ ভরাট করা হচ্ছে। স্থানীয় আফজাল হোসেন প্রামাণিক বলেন, আগে নদীর পানিতে গোসল, ভাত রান্না করা যেত। এখন গোসল তো দূরের কথা, নদীর ধারে গেলে দুর্গন্ধে অতিষ্ঠ হতে হয়। একদিকে দুর্গন্ধ-দূষণ, অন্যদিকে দখল। শহরের জানে আলম, মুনকিল আলী জানান, সকালে ঘুম থেকে উঠলেই দেখা যাবে নদীর ধারে ময়লার ভাগাড়। সকালে মহিলারা আর সন্ধ্যার পর ছেলেরা বাড়ি ও দোকানের ময়লা-আবর্জনা নদীতে ফেলেন। এতে পরিবেশ নষ্টের পাশাপাশি রোগ ছড়াচ্ছে। নদীপাড়ে বসবাসকারী পার-নওগাঁর উকিল চন্দ্র দেবনাথ বলেন, ছোট যমুনা নদীতে একসময় ঢেউয়ের তালে অসংখ্য পালতোলা নৌকা চলাচল করত। নদীর পানিতে ধান, গম, সবজি চাষ, বাড়ির কাজ, কাপড় ধোয়াসহ সব কাজ সম্পন্ন করতাম। এখন বছরের অর্ধেক সময় পানি থাকে না। তাদের খুব অসুবিধায় পড়তে হচ্ছে। নওগাঁ সদর উপজেলার সুলতানপুর মহল্লার জেলপাড়ার মৎস্যজীবী ধীরেন্দ্রনাথ, কাইয়ুম উদ্দিন জানান, নদীতে পানি না থাকলে তারা মাছ ধরতে পারেন না। অনেক মৎস্যজীবীর পথে বসতে হয়েছে। পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাতে হয়। বাধ্য হয়ে বেশ কিছু মৎস্যজীবী পূর্বপুরুষদের আদি পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সদস্য অ্যাডভোকেট ডি এম আবদুল বারী বলেন, অবৈধভাবে দখল করে স্থাপনা ও ময়লা ফেলা চলতে থাকলে এক দিন মানচিত্র থেকে ছোট যমুনা হারিয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন, নদী অবৈধ দখলকারীদের তালিকা তৈরি করা হয়েছে। এসব রোধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, নদীতে ৫৮টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। দূষণের বিষয়ে মাইকিং করা হচ্ছে।
শিরোনাম
- মাথাব্যথার কারণ ও প্রতিকার
- ৫.৬ মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে উঠলো মিয়ানমার
- রোনালদোর জোড়া গোল, আল-হিলালকে হারালো আল-নাসর
- হাঁটুর চোটে ১৪ সপ্তাহ মাঠের বাইরে স্টোন
- পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
- ২২ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন রাখী
- ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, অভিযুক্তকে পিটিয়ে হত্যা
- নেপালে ৫.২ মাত্রার ভূমিকম্প
- আইপিএলের প্রথমবার দেখা গেল এমন কিছু
- কুমিল্লায় মসজিদ কমিটির সেক্রেটারিকে হত্যার ঘটনায় গ্রেফতার ২
- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির গ্রেফতার
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
দখল-দূষণে শোচনীয় ছোট যমুনা
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর