বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে গড়ে তেলা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ২০১৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু ২০১৮ সালে। এখনো নিজস্ব ক্যাম্পাস হয়নি। ভাড়া ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। আবাসিক সুবিধা না থাকায় বিভিন্ন জায়গায় থাকতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের। শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, ক্যাম্পাস নির্মাণের জন্য আটবার প্রস্তাব করা হলেও পাস হয়নি। প্রতিবারই বাজেট কমাতে হবে বলে ফেরত দেওয়া হয়েছে। সবশেষ শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার নড়েচড়ে বসে। এরপর বিশ্ববিদ্যালয় নতুনভাবে প্রকল্প জমা দেওয়ার নির্দেশ দেয়। এ অবস্থায় ৫৯৯ কোটি ৫০ লাখ টাকা বাজেট দিয়ে প্রকল্প জমা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এ বাজেট অনুমোদনের জন্য আলটিমেটাম দিয়েছেন। বাজেট অনুমোদন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ধরনের শিক্ষার সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন তার কিছুই নেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে। পুঁথিগত পড়াশোনা হলেও ব্যবহারিক শিক্ষা সম্ভব হচ্ছে না। শ্রেণিকক্ষের সংকট তো রয়েছেই। আবাসন সংকটও চরমে। স্থায়ী ক্যাম্পাস থাকলে এ সমস্যা হতো না। আমাদের কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার জানান, প্রায় ৮ বছর ধরে বিশ্ববিদ্যালয় চালু হলেও স্থায়ী ক্যাম্পাস হয়নি। দুঃখজনক হলেও সত্য, বারবার বাজেট কমানো হলেও নির্মাণ প্রকল্প দেখেনি আলোর মুখ। পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্যসচিব ড. কাইয়ুম আরা বেগম জানান, সরকারের সামর্থ্য অনুযায়ী বাজেট প্রণয়ন হয়নি বিধায় প্রকল্প হয়তো পাস হয়নি। আজ বৈঠকে প্রকল্পটি মূল্যায়ন নিয়ে আলোচনা হবে। আশা করছি সফল বৈঠক হবে। পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব আবদুর রউফ জানান, প্রি-একনেক বৈঠকে যে প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে। আমরাও চাই দ্রুত স্থায়ী ক্যাম্পাস হোক।
শিরোনাম
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
- ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অকুণ্ঠ সমর্থন
- থানা থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না তরুণের
- পদ্মা নদীতে বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
- অতিরিক্ত গরম ও হিটস্ট্রোক
- সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, আতঙ্কে ইউক্রেনীয়রা
- বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে ভারতকে সামনে এগোতে হবে : এ্যানি
- আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি : ড. ইউনূসকে বলেন মোদি
- খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই : খাদ্য উপদেষ্টা
- ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাসে জামায়াতের নিন্দা
- ফরিদপুরে চোরের হাতে প্রাণ গেল প্রবাসীর
- ইরানে হামলার হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প, সরাসরি আলোচনার প্রস্তাব
ভাড়া ভবনে খুঁড়িয়ে চলছে কার্যক্রম
আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর