দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নানি-নাতনিসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া মাগুরা, মুন্সিগঞ্জ রাজবাড়ী, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শিশুসহ আরও ছয়জন। প্রতিনিধিদের পাঠানো খবর-
দিনাজপুর : শুক্রবার বিকালে কাহারোল উপজেলার গড়নাড়পুরে অটোরিকশাকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে নিহত হন নারগিস বেগম (৪০) ও তার নাতনি হুমায়রা (দুই মাস)। অন্যদিকে ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বিজিবির ক্যাম্পের সামনে ট্রাকচাপায় নিহত হয়েছে সিমায় (১৩) নামের কিশোর। গতকাল পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবানীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী মারা গেছেন। মাগুরা : শ্রীপুরে গতকাল নসিমনের নিচে চাপা পড়ে মরিয়ম খাতুন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মরিয়ম খাতুন ওই গ্রামের মুরাদ বিশ্বাসের মেয়ে।
মুন্সিগঞ্জ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জামাল শেখ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। জামাল উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বাসিন্দা। এদিকে এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন সাতজন। এতে চার কিলোমিটার এলাকাজুড়ে ১ ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। রাজবাড়ী : রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের মৈশালা এলাকায় দুপুরে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছে ইসরাত (৫) নামে এক অটোরিকশা যাত্রী।
সিরাজগঞ্জ : কাজিপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় জুলেখা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী হারুন-অর রশীদ। ব্রাহ্মণবাড়িয়া : চট্টগ্রামন্ডসিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার মীরহাটি এলাকায় পিকআপ ভ্যান চাপায় ইমাম হোসেন (২৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। ইমাম সদর উপজেলার সুতিয়ারা গ্রামের শামসুল হকের ছেলে।
ভাঙ্গা (ফরিদপুর) : নগরকান্দা উপজেলার যদুরদিয়া এলাকায় শুক্রবার রাতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মুক্তি রানী দাস (৪৫) নামে এক নারী নিহত ও কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন। একই সড়কে গতকাল মাহিন্দ্র ও প্রাইভেট কার সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।