ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের পাথর রপ্তানিকারকরা রপ্তানি মূল্য না কমানোয় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের আমদানিকারকরা ১ ফেব্রুয়ারি থেকে পাথর আমদানি বন্ধ রেখেছেন। এরই জেরে ২ ফেব্রুয়ারি থেকে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে কোনো পণ্য নিচ্ছেন না। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন ১৪ হাজার ২শ শ্রমিক। এতে এ পর্যন্ত সরকারের ২ কোটি টাকার বেশি রাজস্ব ক্ষতি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, গত বছরের ৫ আগস্টের পর দেশে নির্মাণকাজ কম হচ্ছে। এ সময়ে তোর্শা ও স্টোন বোল্ডারের বাজার মূল্য কমে যায়। প্রতি টন পাথর ১০-১২ ডলারে রপ্তানি করতেন ভারত ও ভুটানের ব্যবসায়ীরা। ক্ষতির মুখে পড়লে ৪ নভেম্বর ভুটান ও ভারতের রপ্তানিকারকদের চিঠি দেয় বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। ভারতের পাথরের রপ্তানি মূল্য প্রতি মেট্রিক টন ৭ ডলার এবং ভুটানের ১২ ডলারে নির্ধারণ করে পাঠাতে অনুরোধ করা হয়। তবে সে দেশের ব্যবসায়ীরা/রপ্তানিকারকরা এর কোনো উত্তর দেননি। পরে ভুটানের স্টোন বোল্ডার তোর্শা পাথর প্রতি টন ১৫, সামসি স্টোন/পাথর ১৪ এবং ভারতের স্টোন/পাথর বোল্ডার ১০ ডলারে নির্ধারণ করে আবারও ওই দুই দেশের পাথর রপ্তানিকারক অ্যাসোসিয়েশনকে চলতি বছরের ৪ ও ১৬ জানুয়ারি চিঠি দেওয়া হয়। চিঠির কপি ওই দুই দেশের হাইকমিশনেও দেওয়া হয়। এতেও কোনো ইতিবাচক সাড়া দেননি দেশ দুটির ব্যবসায়ীরা। ১৯ জানুয়ারি বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীদের নিয়ে সাধারণ সভা করে অ্যাসোসিয়েশন। এতে পাথরের মূল্য পুনর্র্নির্ধারণের সিদ্ধান্ত জানিয়ে ২১ জানুয়ারি আবারও চিঠি দেওয়া হয়। এতেও ভুটান ও ভারতের পাথর রপ্তানিকারকরা মূল্য পুনর্নির্ধারণ করেননি। এরপর ১ ফেব্রুয়ারি থেকে পাথর আমদানি বন্ধ রাখার কথা জানানো হয়। এর জেরে ২ ফেব্রুয়ারি থেকে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকরা বুড়িমারী স্থলবন্দর থেকে কোনো পণ্য নিচ্ছেন না এবং পাঠাচ্ছেনও না। সেই থেকে বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে ভারতে রপ্তানির জন্য গার্মেন্ট বর্জ্য তুলা, সাবান, জুস, বিস্কুট ও পটেটোসামগ্রীর অন্তত ৫০টি গাড়ি আটকে রয়েছে। বুড়িমারী আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ‘ভারত থেকে যে পাথর আসে তা আমরা ১০ ডলারে আমদানি করেছি। এর পরও কোনো কারণ ছাড়াই কেন তারা সব পণ্য রপ্তানি বন্ধ করে দিলেন বুঝে আসে না। রাজস্ব ঘাটতির তথ্য জানালেন বুড়িমারী স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মাসউদুর রহমানও।
শিরোনাম
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ঈদের পঞ্চম দিনেও ‘দাগি’-‘জংলি’র দাপট অব্যাহত, আয় কত?
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
- ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অকুণ্ঠ সমর্থন
- থানা থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না তরুণের
- পদ্মা নদীতে বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
- অতিরিক্ত গরম ও হিটস্ট্রোক
- সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, আতঙ্কে ইউক্রেনীয়রা
- বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে ভারতকে সামনে এগোতে হবে : এ্যানি
বুড়িমারীতে বন্ধ আমদানি-রপ্তানি
বেকার ১৪ হাজারের বেশি শ্রমিক, বিপুল রাজস্ব ক্ষতি
রেজাউল করিম মানিক, লালমনিরহাট
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর