মাইজভাণ্ডারি ত্বরিকার প্রবর্তক মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারির ১১৮তম উরস শরিফ উপলক্ষে ‘শিক্ষক সমাবেশ’ করেছে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারি ট্রাস্ট।
চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে
এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আ.ফ.ম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। এতে প্রবন্ধ উপস্থাপন করেন লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া। সমাবেশে চট্টগ্রাম জেলার সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
অতিথিরা বলেন, দুর্নীতি থেকে মুক্ত হতে হলে নৈতিকতা চর্চা করতে হবে। মাইজভাণ্ডারি দরবার মানুষের মাঝে নৈতিকতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। শ্রেণিবৈষম্য দূরীভূত করে শিক্ষকদের মাঝে একাত্মতা তৈরিতে এই সমাবেশ ভূমিকা রাখবে। দীপশিখার মতো সমাজকে আলোকিত করাই শিক্ষকদের দায়িত্ব।
বিডি প্রতিদিন/হিমেল