ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফ। মঙ্গলবার বিকেলে মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জায়নবাদী ইসরায়েল বিশ্বমানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিনে ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বোমা হামলা করে শত শত নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করছে। ইসরায়েলের এই গণহত্যা বন্ধে ও ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।
মানববন্ধনে যোগ দিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেন, যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েল গাজায় একের পর এক নির্মম বর্বরতা চালাচ্ছে। তাদের মদদ দিচ্ছে মানবতার বুলি আওড়ানো জাতিসংঘ ও আমেরিকা। সেখানে নিরপরাধ-নিষ্পাপ শিশুদের ওপর যে বর্বরতা চালানো হচ্ছে, তা চরম মানবাধিকার লঙ্ঘন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শাহজাদা সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মিশকাতুন নূর মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নাজিমুদ্দিন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ হুসেইন রাইফ নুরুল ইসলাম মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ হুসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান, শাহজাদা সৈয়দ নূর হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ রাজিবুল হাসান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আতিকুল ইসলাম মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ফাহিম রহমান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নজিবুল্লাহ মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আসিফ নইমুদ্দিন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ তরিকত উল্লাহ মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নওয়াছির বশর মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ রিহান মাইজভাণ্ডারী ও শাহজাদা সৈয়দ আবিদ মাইজভাণ্ডারীসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এমআই