চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবু কাজল দে, সদস্য সৈয়দ সাজিয়া এমদাদসহ ৪ জনের বিরুদ্ধে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল আদালতে মামলাটি করেন হাসান মুরাদ নামে এক স্থানীয় বাসিন্দা। অন্য আসামিরা হলেন, সিরাজুম মুনিরা ও সাবেক ইউপি সদস্য মুসলিম উদ্দীন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান খান বলেন, ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে চেয়ারম্যান বাবু কাজল দে ও ইউনিয়ন পরিষদের সদস্য সৈদয় সাজিয়া এমদাদসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণ করে বোয়ালখালী থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জায়গার ভুল নামজারি খতিয়ান তৈরি হওয়ার কারণ অনুসন্ধান করে বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন পরিষদের বাসিন্দা হাসান মুরাদ জানতে পারেন, মৃত আবদুল ছালামের বৈধ ওয়ারিশ হিসাবে ওয়ারিশ সনদপত্র ইস্যু করা হয়। এছাড়াও আসামি সিরাজুম মুনিরা মৃত আবদুল ছালামকে পিতা দেখিয়ে একটি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। ২০২১ সালের ১ নভেম্বর আসামি সৈয়দ সাজিয়া এমদাদের পরস্পর যোগসাজশে বাবু কাজল দে স্বাক্ষরিত ও মো.মুসলিম উদ্দীন শনাক্তকৃত ও সৈয়দ সাজিয়া এমদাদ কর্তৃক প্রত্যয়নকৃত ৯ নম্বর আমুচিয়া ইউনিয়ন পরিষদ থেকে একটি ভুয়া ও জালিয়াতি মাধ্যমে তৈরি করা ওয়ারিশ সনদপত্র ইস্যু করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল