১৫ বলে হাফসেঞ্চুরি করে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন পারভেজ হোসেন ইমন। স্বীকৃত ক্রিকেটে এটি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড।
রবিবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে শাইনপুকুরের মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড। শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে দিয়ে মাত্র ৬.৪ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় আবাহনী।
ছোট লক্ষ্যে পারভেজের টর্নেডো ব্যাটিংয়ে ৪০ বলে ম্যাচ জিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
এ দিন আবাহনীর হয়ে ওপেনিংয়ে নেমে ১৫ বলে অর্ধশতক তুলে নেন ইমন। এ দিন ব্যক্তিগত ইনিংসে ৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করেন এই টাইগার ব্যাটার।
সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ডটি আগে ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে ডিপিএল টি-টোয়েন্টিতে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৬ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন তিনি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৮ বলে অর্ধশতক আছে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি করেন ফরহাদ। চার বছর পর বাংলাদেশ ক্রিকেট লিগের লিস্ট ‘এ’ সংস্করণে হাবিবুর সমান ১৮ বলে অর্ধশতক করেন।
বিডি প্রতিদিন/কেএ