অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন জাসপ্রীত বুমরাহ। তার পর থেকে ক্রিকেটে ফিরতে পারেননি তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার কথা তার। কিন্তু আসর শুরু হয়ে গেলেও এখনো মাঠে নামতে পারেননি তিনি।
বুমরাহ কবে থেকে খেলতে পারবেন, তা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি। যদিও বুমরাহর ফিটনেস পরীক্ষা শেষ পর্বে বলে জানানো হয়েছে।
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন বুমরাহ। ৩১ বছরের পেসার আইপিএলে ১৩৩টি ম্যাচে ১৬৫টি উইকেট নিয়েছেন। কিন্তু মুম্বাই তাকে প্রথম তিনটি ম্যাচে পায়নি। গতকাল শুক্রবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও খেলতে পারেননি তিনি।
মুম্বাইয়ের পরের ম্যাচ ৭ এপ্রিল। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ওয়াংখেড়েতে ম্যাচ রয়েছে তাদের। সেই ম্যাচেও বুমরাহ খেলতে পারবেন না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ