২০২৪ এর সেরা উদীয়মান পুরুষ ও নারী খেলোয়াড়ের নাম, সহযোগী দেশসমূহের সেরা পুরুষ ও নারী ক্রিকেটার এবং সেরা আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি।
পুরুষ ক্রিকেটার হিসেবে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। সেরা উদীয়মান নারী ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার আন্নেরিয়ে ডার্কসেন। আর সহযোগী দেশসমূহের সেরা পুরুষ ও নারীও ক্রিকেটার হয়েছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমুস এবং সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক এশা ওঝা। টানা তৃতীয়বারের মতো সেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন রিচার্ড ইলিয়ওয়ার্থ।
দক্ষিণ আফ্রিকার আন্নেরিয়ে ডার্কসেন মেয়েদের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এই অলরাউন্ডার গত বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের ফাইনালে তুলতে ব্যাটে-বলে দারুণ ভূমিকা রাখেন।
গত বছর টেস্ট এবং ওয়ানডে অভিষেকের পর সব ফরম্যাটেই ভালো ভূমিকা রাখলেও টি-টোয়েন্টিতেই বেশি আলো কেড়েছেন ডার্কসেন। এই ২৩ বছর বয়সী ৩২.২০ গড়ে ১৬১ রানের পাশাপাশি ৫ উইকেট শিকার করেছেন।
বিডি প্রতিদিন/মুসা