বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মজলুম জননেতা মওলানা ভাসানী মহান স্বাধীনতার স্থপতি। তিনি ছিলেন একজন দুরদর্শী রাজনীতিক। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে পাকিস্তানিদের উদ্দেশে ‘আসসালামু আলাইকুম’ বলে তাদের থেকে আলাদা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এবং সেই ধারাবাহিকতায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ ও আমাদের গৌরবময় স্বাধীনতা অর্জন। মওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সংরক্ষণ, দেশের জনগণের অর্থনৈতিক মুক্তি এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের যে বাণী রেখে গেছেন তা আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সদস্যসচিব ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ড. জসীমউদ্দিন আহমদ, বাবুল বিশ্বাস, জামিল আহমেদ, নুরুজ্জামান হীরা, আহসান হাবিব, সোনিয়া আক্তার, মোস্তাফিজুর রহমান প্রমুখ।