অপরাধীরা অপ্রতিরোধ্য হয়ে উঠছে। একসময় বহুতল ভবনগুলোকে আবাসস্থল হিসেবে তুলনামূলকভাবে নিরাপদ ভাবা হতো। সেসব ভবনেও অহরহ ঘটছে ডাকাতির ঘটনা। রাজধানীর সড়কগুলো ছিনতাইয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে প্রায় সাত মাস ধরে। জুলাই গণ অভ্যুত্থানের সব অর্জন গিলে খাচ্ছে আইনশৃঙ্খলার দুরবস্থা। দুর্ভাগ্যজনক হলেও সত্য এগুলো দেখার দায়িত্ব যাঁদের, তাঁরা আত্মপ্রসাদে ভুগছেন। একজন তো বলেই বসেছেন, আইনশৃৃঙ্খলার অবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে ভালো। কথায় বলে শুকনো কথায় চিড়ে ভিজে না। কর্তাব্যক্তিরা দাবি করলেই আইনশৃঙ্খলায় স্বস্তি আসবে, তা ভাবার কোনো যুক্তি নেই। বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ প্রতিবেদনে বলা হয়েছে, চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। কোনো কিছু বুঝে ওঠার আগেই অসহায় মানুষের ওপর হামলে পড়ছে দুর্বৃত্তরা। অতীতে অপরাধীরা রাতে সক্রিয় হলেও, বর্তমানে দিনদুপুরেই তারা বেপরোয়া। দুর্বৃত্তদের হামলায় ঘটছে নির্মম মৃত্যুর ঘটনা। রাস্তায় নেমে মহাসড়কে চরম নিরাপত্তাহীনতার প্রতিবাদ জানিয়েছেন যানবাহনের চালকরা। ভুক্তভোগীদের অভিযোগ, বেশির ভাগ এলাকায় অভিন্ন চেহারার অপরাধীরাই দাপিয়ে বেড়াচ্ছে। কেবল পরিবর্তন হয়েছে তাদের পৃষ্ঠপোষক। অপরাধীকে অপরাধী হিসেবে না দেখলে কোনোভাবেই অপরাধ নিয়ন্ত্রণে আসবে না। গত বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছিনতাইয়ের দৃশ্য ভেসে বেড়াচ্ছে। মগবাজার ফ্লাইওভারের নিচে রাতের কোনো একসময়ে একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে থামে। কয়েক সেকেন্ড পর পেছন থেকে রিকশায় আসছিলেন দুই যাত্রী। মুহূর্তেই তারা চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। প্রাণভয়ে পালিয়ে যান রিকশাচালক। নির্বিঘ্নে ছিনতাই শেষে চলে যায় দুর্বৃত্তরা। রাজধানীসহ দেশের প্রতিটি জনপদ মানুষশকুনদের কাছে জিম্মি হয়ে পড়েছে। পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী সরকারের দুর্নীতি-অপরাধ ঢাকা পড়ছে দুর্বৃত্তদের কর্মকাণ্ডে। দেশের মানুষ দুটি ব্যাপারে স্পর্শকাতর। এর একটি হলো দ্রব্যমূল্য, আরেকটি আইনশৃঙ্খলা। দুই ক্ষেত্রেই সরকার তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় জনমনে হতাশা বাড়ছে। সরকারকে আইনশৃৃঙ্খলা রক্ষায় সংকল্পবদ্ধ হতে হবে নিজেদের স্বার্থেই।
শিরোনাম
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ঈদের পঞ্চম দিনেও ‘দাগি’-‘জংলি’র দাপট অব্যাহত, আয় কত?
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
- ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অকুণ্ঠ সমর্থন
- থানা থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না তরুণের
- পদ্মা নদীতে বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
- অতিরিক্ত গরম ও হিটস্ট্রোক
- সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, আতঙ্কে ইউক্রেনীয়রা
- বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে ভারতকে সামনে এগোতে হবে : এ্যানি
অপরাধীরা বেপরোয়া
আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় হোন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর