বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোকাবিলায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের অনুসন্ধান দল। এসব ঘটনা ঘটেছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে। জুলাই-আগস্টের আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে নিয়ে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেছে। গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা, গ্রেপ্তার, নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি, মধ্যযুগীয় নির্যাতন, চিকিৎসায় বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসবের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী। চব্বিশের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় সহিংসতায় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্লেষণ এবং গুরুতর আহত বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনের তথ্যানুসন্ধান দল। বুধবার জেনেভায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন; যার ১২-১৩ শতাংশ শিশু। বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর চালানো অস্ত্র ও শটগানের গুলিতে মারা যান। নিরস্ত্র নাগরিকের ওপর বিভিন্ন মারণাস্ত্রের গুলি চালানোর প্রমাণ পেয়েছে অনুসন্ধান দল। এতে হাজারো ছাত্র-জনতা আহত-পঙ্গু হয়েছেন। প্রায় ১২ হাজার মানুষকে র্যাব-পুলিশ গ্রেপ্তার করে। আন্দোলন দমনে গোয়েন্দা সংস্থাগুলোর প্রত্যক্ষভাবে মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পেয়েছে জাতিসংঘ। এ পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে পাঁচটি ক্ষেত্রে ব্যাপক পরিসরে জরুরিভিত্তিক সংস্কারের ৪৪টি সুপারিশ করেছে জাতিসংঘ। সেগুলো হলো- জবাবদিহি ও বিচারব্যবস্থা; পুলিশ ও নিরাপত্তা বাহিনী; নাগরিক পরিসর, রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক সুশাসন। এ ছাড়াও র্যাব ও এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করা হয়েছে। দল নিষিদ্ধ থেকে বিরত থাকা এবং মৃত্যুদণ্ড বাতিলের প্রস্তাবও দিয়েছে তারা। ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চিরতরে বন্ধ এবং সাম্য-সম্প্রীতি-মর্যাদার প্রকৃত গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণে সংশ্লিষ্ট খাতে সংস্কার জরুরি। এত প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত নতুন প্রেক্ষাপটে সেটাই প্রত্যাশা করে জাতি।
শিরোনাম
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ঈদের পঞ্চম দিনেও ‘দাগি’-‘জংলি’র দাপট অব্যাহত, আয় কত?
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
- ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তান সেনা কমান্ডারদের অকুণ্ঠ সমর্থন
- থানা থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না তরুণের
জাতিসংঘের পাঁচ সুপারিশ
মানবাধিকার লঙ্ঘন আর যেন না হয়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর