অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূরণের মুখে, মৃদুভাষী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেশ শক্ত ভাষায়, দৃঢ়স্বরে কথা বলছেন। সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নিরাপত্তাপ্রধানদের উদ্দেশে তিনি বলেন, এ বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের বন্ধুরা অরাজকতা উসকে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টায় বিপুল অর্থ ব্যয় করছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সবার উচিত বিভ্রান্তিমূলক হুমকির বিরুদ্ধে লড়াই করা। আমাদের যুদ্ধের মতো পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি থাকতে হবে। কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া যাবে না। এ ছাড়া অনলাইনে মামলা নেওয়া, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং সমৃদ্ধ সমন্বিত কমান্ড কাঠামো গঠনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর ভাষায় ‘আমরা যদি ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে না পারি, তবে বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।’ ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর নানা কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি ঘটে। দীর্ঘদিন পুলিশ কার্যত নিষ্ক্রিয় থাকায় দুষ্কৃতকারীরা সুযোগ নেয়। চুরি-ডাকাতি-ছিনতাই বেড়ে যায়। ঘোলা পানিতে মাছ ধরার অপচেষ্টা চালায় পতিত স্বৈরাচারের দোসর দেশিবিদেশি চক্র। শিল্পবাণিজ্যের নানা ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হয়। ব্যবসায়ী সমাজ নিরাপত্তাহীন অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়ে। কথায় কথায় পথে নামতে থাকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা তাদের সংগত দাবিই তুলে ধরছে। কিন্তু সে প্রক্রিয়ায় কখনো অধিকসংখ্যক মানুষের দুর্ভোগের কারণ সৃষ্টি হচ্ছে; এ বিষয়টা লক্ষ করা হচ্ছে না। অভিযোগ ওঠে সরকারের ব্যর্থতার। দাবি ওঠে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের এবং তার মাধ্যমে অর্থনীতির বিভিন্ন খাতে সুষ্ঠু পরিবেশ পুুনরুদ্ধারের। এসবের প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা স্বর কিঞ্চিত চড়া করে বক্তব্য রেখেছেন। এর মধ্যে তাঁর ‘হার্ড লাইন’-এ যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়। ড. ইউনূসের এ দৃঢ়তা প্রত্যাশিত। দেশের মানুষ দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে এবং সাম্য-সম্প্রীতি-মর্যাদার জন্য পথে নেমেছিল। জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করছে। তার ফসল এই নতুন বাংলাদেশ। এখানে শান্তি-শৃঙ্খলা, সমৃদ্ধি-উন্নয়ন কামনা করে জাতি। সে প্রত্যাশা যেন ভেস্তে না যায়। অপরাধী ও মতলবী চক্র চিরকাল ‘শক্তের ভক্ত, নরমের যম’। এদের মোকাবিলায় সরকারের শক্ত ভূমিকাই কাম্য। তাতে নিশ্চিতই গোটা জাতির সমর্থন থাকবে।
শিরোনাম
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইয়াসিনের পরিবারের পাশে তারেক রহমান
- শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
- ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি
- যথাসময়ে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ঈদের পঞ্চম দিনেও ‘দাগি’-‘জংলি’র দাপট অব্যাহত, আয় কত?
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
বিশৃঙ্খলা ঠেকাতে হবে
হার্ড লাইনে দেশবাসীর সমর্থন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর