খাগড়াছড়িতে সহকারী শিক্ষকের বেত্রাঘাতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া সায়মন ইসলাম নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। জেলার মাটিরাঙার পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা আক্তারকে অভিযুক্ত করা হয়। আহত শিক্ষার্থী সায়মনকে মাটিরাঙা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ নিয়ে সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তীব্র সমালোচনা শুরু হয়।
আহত শিক্ষার্থীর স্বজনরা জানায়, বিদ্যালয়ের পড়া সম্পন্ন করতে না পারায় সহকারী শিক্ষক রহিমা আক্তার পিটিয়ে সায়মনকে আহত করে পিঠ ও কোমর জখম করে।
এদিকে, ঘটনা তদন্তে বিদ্যালয়ে গেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই