সাদুল্লাপুরে ধাপেরহাট ইউনিয়ন মহিলা দল সাধারণ সম্পাদক শাহনাজ বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ইয়াবা জব্দ করা হয়। গতকাল শাহনাজকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।