নাটোরের সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে সিংড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় মজিবর রহমানের পাঁচটি ঘর। আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ওই পরিবারের সদস্যরা। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মজিবর রহমান জানান, ইফতার শেষে পরিবারের সদস্য জরুরি কাজে বাড়ির বাইরে যান। পরে আগুনের খবর পেয়ে চলে এসে দেখি আগুন বাড়িতে ছড়িয়ে পড়েছে। আগুনে ঘরে থাকা নগদ টাকা, চাল, ডাল, কাপড়-চোপড়, আসবাবপত্র, জমির দলিল ও কাগজপত্রসহ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
সিংড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবদুল শাহিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের চাল, কম্বল ও নগদ টাকা দেওয়া হয়েছে।