ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবদুল্লাহ্ আল মিলনের (২৬) বিরুদ্ধে কলেজছাত্রী ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে মিলন ও তার দুই সহযোগীর বিরুদ্ধে থানায় মামলাটি করেন। বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ। অভিযুক্ত আবদুল্লাহ্ আল মিলনের বাড়ি পৌর এলাকার কলেজ রোডে। অভিযুক্ত ছাত্রদল নেতা বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষ আমাকে ফাঁসিয়েছে।’ ফরিদপুর জেলা ছাত্রদল সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু বলেন, এ ঘটনার ভিডিও আমার কাছে এসেছে। বিষয়টি ফেসবুকেও দেখেছি।
এটা ষড়যন্ত্র না সত্য খতিয়ে দেখা হবে। সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির (স্থগিত) সদস্য সচিব খুশবুর রহমান খোকন বলেন, এমন ঘটনা ন্যক্কার। দল থেকে এখনি এদের মতো নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। আলফাডাঙ্গা থানার ওসি হারুন-অর রশীদ বলেন, আবদুল্লাহ আল মিলনসহ তিনজনের নামে থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।