প্রায় ৫ লাখ মানুষের চিকিৎসাসেবার ভরসাস্থল নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে বহির্বিভাগে প্রতিদিন সেবা নিতে আসেন ৪০০-৪৫০ রোগী। এ হাসপাতালে প্রকট আকার ধারণ করেছে চিকিৎসকসংকট। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররাই রোগীদের একমাত্র ভরসা। যে চারজন চিকিৎসক কর্মরত আছেন তাদের দিয়েই চলছে জরুরি ও অন্তর্বিভাগের কাজ। চাহিদা অনুযায়ী নেই চতুর্থ শ্রেণির জনবলও। কাক্সিক্ষত সেবাবঞ্চিত হচ্ছেন উপজেলার বাসিন্দারা। মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলেন, চিকিৎসক ও চতুর্থ শ্রেণির কর্মচারীসংকটে রোগীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। আশা করছি খুব শিগগিরই এর উত্তরণ হবে। জানা যায়, মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন মেডিকেল অফিসারের পদ থাকলেও আবাসিক কর্মকর্তাসহ রয়েছেন মাত্র চারজন। এর মধ্যে তিনজন চিকিৎসক দিয়ে পর্যায়ক্রমে জরুরি ও অন্তবিভাগের কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। আয়া ও ওয়ার্ড বয়ের পাঁচ পদের বিপরীতে ২ এবং পরিচ্ছন্নতাকর্মীর পাঁচটি পদের চারটিই শূন্য। সংশ্লিষ্ট রোগের ডাক্তার না থাকায় ছোট ছোট সমস্যা নিয়েও রোগী রেফার্ড করা হচ্ছে নওগাঁ অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বহির্বিভাগে প্রতিদিন নারী, শিশুসহ অনেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর ডাক্তার দেখাতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কশব ইউনিয়নের পলাশবাড়ি গ্রাম থেকে আসা শামীম হোসেন বলেন, বুকের ব্যথার চিকিৎসা নিতে ১৫ কিলোমিটার দূর থেকে এসেছি। এমবিবিএস পদের কোনো ডাক্তার পাইনি। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের কাছে চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছি। ভালো ডাক্তার দেখানোর আশা নিয়ে এত দূর থেকে এসেছিলাম। সময় ও অর্থ দুটোই অপচয় হলো। গোসাইপুর থেকে চিকিৎসা নিতে আসা রবিউল ইসলাম টিপু বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডাক্তার নেই। কমিউনিটি মেডিকেল অফিসার দেখে একটা চিরকুটে কী কী লিখে দিল পছন্দ হয়নি। দুধের স্বাদ ঘোলে মিটিয়ে বাড়ি যাচ্ছি। আগামীতে রাজশাহী শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাব। আরেক রোগী সুনীল কুমার বলেন, এক সময় এই হাসপাতালে অনেক ডাক্তার থাকায় বৈকালিক চিকিৎসাসেবাও চালু হয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কের কাছে হাসপাতালটির অবস্থান হওয়ায় এর গুরুত্ব বেশি। মহাসড়কে ছোটবড় দুর্ঘটনায় দ্রুত চিকিৎসার জন্য আহতদের এখানে আনা হয়। চিকিৎসক না থাকায় তাদের পাঠানো হয় নওগাঁ কিংবা রাজশাহী মেডিকেলে। পথেই অনেক সময় রোগীর মৃত্যু ঘটে।
শিরোনাম
- ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি
- এ বছরের মধ্যে আমরা নির্বাচন আদায় করে নেব : ইশরাক
- শরীরে একাধিক কোপ, ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- অক্টোবরেই অচল ২৪ কোটি কম্পিউটার, বিকল্প কী?
- যৌন হেনস্তার অভিযোগে ‘স্কুইড গেম’ তারকার সাজা
- বিমসটেক শীর্ষ সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত
- মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
- মেক্সিকোতে প্রথম এইচ৫এন১ বার্ড ফ্লু রোগী শনাক্ত
- ধর্ষণের শিকার জমজ দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ৩২৯টি উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ঈদের পঞ্চম দিনেও ‘দাগি’-‘জংলি’র দাপট অব্যাহত, আয় কত?
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু
- বিএনপি নেতার বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ
- মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে উপচেপড়া ভিড়
- কসবায় যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
- সিলেটে টাকা ধার না দেওয়ায় যুবক খুন
- চট্টগ্রামে জেলেদের জালে মিলল বৃদ্ধার লাশ
- মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত
- লাশের গন্ধে ভারী মিয়ানমারের সাগাইংয়ের বাতাস
- এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে (ভিডিও)
জোড়াতালি দিয়ে সেবা চলছে হাসপাতালে
মান্দা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর