রাজধানীর রামপুরায় কভার্ড ভ্যানের চাপায় এস এম মোয়াজ্জেম হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে রামপুরা টিভি ভবনের ৪ নম্বর গেটের পাশে শাপলা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয় বলে জানিয়েছেন রামপুরা থানার এসআই মাসুদ রানা।
তিনি জানান, মোয়াজ্জেম হোসেন একজন সিভিল ইঞ্জিনিয়ার।
তিনি মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি নরসিংদীর শিবপুর পায়তলা গ্রামের বাসিন্দা। বর্তমানে রাজধানীর উত্তর শাহজাহানপুরে পরিবার নিয়ে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের ছেলে তাসনিমুল হোসেন রিদম বলেন, তার বাবা একজন সিভিল ইঞ্জিনিয়ার। বিভিন্ন ধরনের ব্যবসা করতেন, কাজকর্ম না থাকায় সর্বশেষ তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। বাবা মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে আরেকটি গাড়ি চাপা দিয়ে বাবাকে মেরে ফেলেছে। বাবাকে হত্যার বিচার চাই।