মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটি থেকে আরও ৫৪ কিলোমিটার দূরে খারুপাতিয়া শহরে থেকে আরো ১৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা শহর থেকে ৩৫১ কিলোমিটার দূরে।
যুক্তরাষ্ট্রের ভূত্বাত্তিক অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুসারে, ভূমিকম্পটির মাত্র ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের গভীরতা কম হওয়ায় এটি কেন্দ্রের কাছে একই সমমানের গভীর ভূমিকম্পের তুলনায় অনেক বেশি শক্তিশালী অনুভূত হয়েছে।
তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে সিলেটের কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/আরাফাত