সিলেটের বিশ্বনাথে রেস্টুরেন্টসহ ১০টি দোকানে অভিযান চালিয়ে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে রেস্টুরেন্টে নোংরা পরিবেশে খাবার তৈরি, ভেজাল খাদ্য বিক্রি, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাবার মজুদ ও ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে বিশ্বনাথ নতুন বাজার ও পুরাতন বাজারে পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পৌর শহরের ‘আল-মদিনা হোটেল, প্রাণসী রেস্টুরেন্ট, রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পাঁচভাই হোটেল ও তিনভাই হোটেল’কে মোট ৪৮ হাজার টাকা, ডিমের দোকান, খোলা বিস্কুটের দোকান ও সবজির দোকানিকে মোট ৫৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, বাজার মনিটরিংয়ের আওতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল