সিলেটে ঝোঁপের মধ্য থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর পীরেরগাঁও এর একটি ঝোঁপ থেকে সমর আলী নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। সমর আলী ছাগল কেনাবেচার ব্যবসা করতেন। নিহত সমর আলী (৬৫) মোগলগাঁও ইউনিয়নের লালখা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পীরেরগাঁও মসজিদে মাগরিবের নামাজ পড়ে ব্যবসায়ীক কাজে বের হন সমর আলী। এসময় তার সাথে ছাগল বিক্রির ৩৫ হাজার টাকা ছিল। রাতে তিনি বাড়ি ফিরেননি। বুধবার দুপুরে পীরেরগাঁও এর একটি ঝোঁপে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে জালালাবাদ থানার এসআই জয়ন্ত কুমার দে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তিনি জানান, নিহতের ডান কাঁধে ছুরিকাঘাতে চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই জয়ন্ত কুমার দে।
বিডি প্রতিদিন/এএম